বিড়ালের জন্য অন্যতম ভয়ানক অসুখ হচ্ছে ফ্লু বা FPV (Feline Panleukopenia Virus)। এই ফ্লুতে আক্রান্ত বিড়ালের চিকিৎসা দ্রুত শুরু করা না হলে এবং বিড়ালের ইমিউনিটি দূর্বল হলে বিড়ালের মৃত্যু পর্যন্ত ঘটে থাকে। সম্প্রতি বিড়ালের প্রাণঘাতী এই অসুখের অভিজ্ঞতা নিতে হল আমাকে।
